প্রবল ঢেউ ও তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পদ্মা-যমুনা নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হওয়ায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাটের সহকারী ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পদ্মা-যমুনা নদীতে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার বিকাল থেকে হঠাৎ করে নদীতে প্রচণ্ড ঢেউয়ের শুরু হয়। এতে যাত্রীবাহী ছোট নৌযান বা লঞ্চ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বিকাল সাড়ে ৪টা থেকে সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, প্রবল বাতাসের কারণে নদীতে ঢেউয়ের উচ্চতা অনেক বেড়ে গেছে। ফলে যাত্রীসহ নৌযানগুলো দুলে দুলে উঠছে। এমতাবস্থায় লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। রুটে ছোট-বড় মিলিয়ে ১২টি ফেরি চলাচল করছে।
