জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি পুলিশ সদস্যের, এসপির কার্যালয়ের সামনে ছাত্র-জনতার বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১১:৪২ এএম
ক্লোজড হওয়া পুলিশ সদস্য ফারজুল ইসলাম রনি
|
ফলো করুন |
|
|---|---|
নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করে ক্লোজড হয়েছেন এক পুলিশ সদস্য। মঙ্গলবার তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদেস্যের অভিযোগ তদন্তে একটি কমিটি করা হয়েছে।
ক্লোজড হওয়া ওই পুলিশ সদস্যের নাম ফারজুল ইসলাম রনি। তিনি ঝিনাইদহ জেলার
শৈলকুপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। কুষ্টিয়া ট্রফিক বিভাগে
কর্মরত ছিলেন রনি।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন,
‘জুলাই অভ্যুত্থান বিরোধী মন্তব্য করায় ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলামকে
পুলিশ লাইনে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তিনি ছুটিতে ছিলেন। তবে তা বাতিল করা হয়েছে।
এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তার
বিরুদ্ধে যথাযথ নেওয়া হবে।’
জানা গেছে, মঙ্গলবার বিকালে পুলিশ সদস্য রনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট
থেকে পোস্টটি দেন। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুসে ওঠেন ছাত্র-জনতা। এরপর তারা বিক্ষোভ
মিছিল শুরু করে। একপর্যায়ে পুলিশ সদস্যের শাস্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনের মহাসড়কে
আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধীর নেতাকর্মীরা। রাত ৯টা থেকে শুরু করে প্রায়
দুই ঘণ্টা কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান
বলেন, ‘কনস্টেবল ফারজুল ইসলাম রনি ফেসবুকে জুলাই অবমাননাকর করে কটুক্তিমূলক পোস্ট করেছে।
আমরা তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি। এসপি অফিসের সামনে সড়ক অবরোধ করে শাস্তির
দাবি জানিয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমদের আন্দোলন চলবে। তাকে দ্রুত
গ্রেফতার করতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর
রহমান বলেন, আমরা ওই পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওই পুলিশ
সদস্যকে দ্রুত গ্রেফতার করা হোক।’
এসপি মো. মিজানুর রহমান বলেন, ‘ইতোমধ্যে জেলা পুলিশের সকল ইউনিটকে জুলাই
অভ্যুত্থানবিরোধী ও রাষ্ট্রবিরোধী সংক্রান্ত কোনো মন্তব্য পোস্ট না করার জন্য জরুরি
নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
