Logo
Logo
×

সারাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

Icon

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০১:৫৪ পিএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

পাম্পে দাঁড়িয়ে তেল নিচ্ছিল একটি ট্রাক। এরই মধ্যে আরেক ট্রাক এসে ওই ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি আটকে যায় এবং প্রাণ হারান ট্রাকটির চালক ও হেলপার।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে যশোরর মনিরামপুরের রাজারহাট- চুকনগর মহাসড়ক লাগোয়া একটি পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার কলকরোয়া উপজেলা কুলসি গ্রামের আইয়ুব হোসেনের ছেলে ট্রাক চালক রাজু হোসেন ও একই উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে হেলপার এরফান হোসেন।

জানা গেছে, ফিড বোঝাই সাতক্ষীরাগামী একটি ট্রাক সোমবার সকালে ওই পাম্পে তেল নিচ্ছিল।  এমন সময় আরেকটি ট্রাক পাম্পে ঢুকে দাঁড়িয়ে থাকা ট্রাকে দেয়। এতে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সাফায়ার হোসেন বলেন, সকাল ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। কিন্তু

দুর্ঘটনা কবলিত ট্রাকটি দাঁড়িয়ে থাকা ট্রাকের ভেতরে এমনভাবে সেটে (আটকিয়ে) ছিল কোনোভাবেই সরানো সম্ভব হয়নি। পরে যশোর থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি এনে ট্রাকটি বের করা হয়।  এরপর সেখান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়।

মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, ‘ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনের মাধ্যমে নিহতদের পরিচয় মিলেছে। নিহতদের স্বজনরা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম