Logo
Logo
×

সারাদেশ

মালয়েশিয়ায় গিয়ে ১২ বছর ছিলেন নিখোঁজ, ফিরলেন তবে লাশ হয়ে

Icon

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১০:০২ পিএম

মালয়েশিয়ায় গিয়ে ১২ বছর ছিলেন নিখোঁজ, ফিরলেন তবে লাশ হয়ে

আমিরুজ্জামান। ছবি: যুগান্তর

পরিবারের সুখের কথা চিন্তা করে ১৭ বছর আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন পীরগঞ্জের আমিরুজ্জামান। সেখানে যাওয়ার পাঁচ বছর পর নিখোঁজ হয়ে যান তিনি। এরপর তার আর খোঁজ পায়নি পরিবার। তবে এতদিন পর দেশে ফিরেছেন তিনি। তবে জীবিত নয়, লাশ হয়ে। মালয়েশিয়ার একটি হাসপাতালের হিমঘরে গত ৮ মাস ধরে সংরক্ষিত ছিল তার লাশ।

শনিবার উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পাইকান গ্রামে আমিরুজ্জামানকে দাফন করা হয়েছে। শুক্রবার বিমানযোগে বাংলাদেশে লাশটি আনা হয়। ২০২৪ সালের ১৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা যায়, পাঁচগাছি ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান নাজিম উদ্দীনের ছেলে আমিরুজ্জামান। ২০০৮ সালে মালেশিয়ায় যান তিনি। ২০১৩ সাল পর্যন্ত পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও ২০১৪ সালের পর যোগাযোগ বন্ধ হয়ে যায়। কেন, কী কারণে যোগাযোগ বন্ধ ছিল- তা কেউ বলতে পারেননি। ২০২৪ সালের ১৪ নভেম্বর মালয়েশিয়ার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে আমিরুজ্জামানের মৃত্যু হয়। দেশটির পুলিশ ১৭ নভেম্বর বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি অবগত করে। ৮ মাস পর বাংলাদেশ দূতাবাস থেকে আমিরুজ্জামানের স্ত্রী রিক্তা বেগমকে মোবাইলে খবরটি জানানো হয়।

আমিরুজ্জামানের স্ত্রী রিক্তা জানান, জীবনে মাত্র ৪ বছর স্বামীর সঙ্গে সংসার করেছি। তারপর তিনি বিদেশে গেলেন। ২০১৪ সালের পর তিনি যোগাযোগ করেননি। সংসারই বুঝলাম না, আর ১৭ বছর পরে স্বামীর লাশ উপহার পেলাম।

আমিরুজ্জামানের আড়াই বছর বয়সি সেই ছেলে ফেরদৌস হাসান রিমনের বয়স এখন ২৩ বছর। তিনি বিয়ে করে এক সন্তানের জনক হয়েছেন। রিমন বলেন, আব্বাকে দেখার স্মৃতি মনে নেই। তার সঙ্গে কথা বলা বা দেখার জন্য অনেক দিন কেঁদেছি। আজ আব্বাকে কবরে শুইয়ে দিলাম।

পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মন্ডল বলেন, ওরা আমার কাছে মৃত্যুর সনদ নিতে এলে আমি বিষয়টি জানতে পেরেছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম