Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

Icon

ফুলবাড়ী ও কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:৪৫ পিএম

কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিহত আশা মনি ও সুমাইয়া। ছবি: যুগান্তর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ওই এলাকার আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) ও একই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। দুজনই উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা রতন চন্দ্র রায় জানান, বিকালে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফেরেনি। পরে গ্রামের বিভিন্ন প্রান্তে খোঁজাখুঁজি শুরু করে দুই পরিবার। কোথাও না পেয়ে বাড়ি থেকে দুইশ গজ দূরে খাসের দোলায় ভুট্টু মিয়ার পদ্ম পুকুরে খুঁজতে যান। সেখানে দুজনের লাশ ভাসতে দেখে তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পরিবার ও স্থানীয়দের ধারণা, ওই পুকুরে শাপলা তুলতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম