ওটিটিতে মুক্তি পেয়েছে রকের ‘রেড নোটিশ’ ও মোশাররফ করিমের ‘অপুরুষ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৯:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেটফ্লিক্সে দেখা যাচ্ছে অ্যাকশন কমেডি সিনেমা ‘রেড নোটিশ’। এটি পরিচালনা করেছেন রসন মার্শাল থারবার। অভিনয় করেছেন ডোয়াইন জনসন, রায়ান রেনল্ডস, গাল গাদত প্রমুখ।
বঙ্গতে দেখা যাচ্ছে ওয়েব ফিল্ম ‘অপুরুষ’। এটি নির্মাণ করেছেন জসীম মন ও তাইফুর জাহান আশিক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, সামিয়া অথৈ, সমু চৌধুরী প্রমুখ।

