Logo
Logo
×

ইউরোপ

গাজা পুনর্গঠন নিয়ে প্রশ্ন করায় ইতালির সাংবাদিক বরখাস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

গাজা পুনর্গঠন নিয়ে প্রশ্ন করায় ইতালির সাংবাদিক বরখাস্ত

ইতালিয় সাংবাদিক গাব্রিয়েলে নুনজিয়াতি ও ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাউলা পিনহো

রোমের নোভা নিউজ এজেন্সির ব্রাসেলস-ভিত্তিক সংবাদদাতা এক ইতালিয় সাংবাদিককে তার চুক্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ তিনি গাজা পুনর্গঠনের ব্যয় বহনের বিষয়ে ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তাকে প্রশ্ন করেছেন।

মাত্র এক মাস আগেই সংবাদদাতা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গাব্রিয়েলে নুনজিয়াতি। বরখাস্তের নোটিশ পাওয়ার পর দ্য ইন্টারসেপ্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে নুনজিয়াতি জানান, ‘আমি আমার সংবাদ সংস্থার কাছ থেকে একটি ইমেইল পেয়েছি, যেখানে তারা জানিয়েছে যে তারা আমাকে সহযোগিতা করবে না।’

ইতালিয় সংবাদমাধ্যম Fanpage প্রথমে এই খবরটি প্রকাশ করে। ঘটনাটি ঘটেছে ১৩ অক্টোবরের এক প্রেস কনফারেন্সে। সেখানে নুনজিয়াতি ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাউলা পিনহো-কে সরাসরি প্রশ্ন করেন। তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের সঙ্গে গাজার পরিস্থিতির তুলনা টানেন।

তিনি প্রশ্ন করেন, ‘আপনারা বারবার বলছেন যে রাশিয়াকে ইউক্রেন পুনর্গঠনের জন্য অর্থ দিতে হবে। তাহলে কি আপনি বিশ্বাস করেন যে ইসরায়েলকেও গাজার পুনর্গঠনের খরচ বহন করা উচিত? যেহেতু তারা প্রায় সব নাগরিক অবকাঠামো ধ্বংস করেছে।’

পিনহো জবাবে বলেন, ‘এটি নিশ্চিতভাবেই একটি আকর্ষণীয় প্রশ্ন, তবে এ নিয়ে আমার কোনো মতামত নেই।’

এই সংলাপের একটি ভিডিও ক্লিপ দ্রুতই ভাইরাল হয়ে যায়। এ প্রসঙ্গে নুনজিয়াতি বলেন, ‘ভিডিওটি অনেক মিডিয়া পুনঃপ্রকাশ করে এবং এটি জনপ্রিয়তা পায়। এমনকি কিছু মানুষ আমাকে বলেছিল যে আমি তোমাকে ইনস্টায় দেখেছি! এর দুই সপ্তাহ পর, ২৭ অক্টোবর আমি ইমেইল পাই যেখানে বলা হয় যে তারা আমাদেরকে সহযোগিতা করা বন্ধ করতে চায়।’

নোভা নিউজ-এর মুখপাত্র ফ্রান্সেস্কো সিভিতা দ্য ইন্টারসেপ্টকে নিশ্চিত করেন যে, সংস্থাটি নুনজিয়াতির সঙ্গে সম্পর্ক রাখবে না। এর মূল কারণ হলো গাজা সম্পর্কিত প্রশ্ন করা।

ইতালিয় পার্লামেন্টের সদস্য আনা লাউরা অররিকো প্রকাশ্যে সিদ্ধান্তটির নিন্দা জানিয়ে বলেন, ‘যদি ঘটনাটি সত্য হয়, তবে এটি একটি সংবাদমাধ্যমের জন্য লজ্জাজনক সিদ্ধান্ত।’

সূত্র- প্রেস টিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম