Logo
Logo
×

আন্তর্জাতিক

ভার্জিনিয়ায় লে. গভর্নর হলেন প্রথম মুসলিম নারী ঘাজালা হাশমি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

ভার্জিনিয়ায় লে. গভর্নর হলেন প্রথম মুসলিম নারী ঘাজালা হাশমি

ঘাজালা হাশমি। ফাইল ছবি

ডেমোক্র্যাট প্রার্থী ঘাজালা হাশমি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নরের নির্বাচনে জয়লাভ করেছেন। এর মাধ্যমে তিনি রাজ্যব্যাপী পদে নির্বাচিত দেশের প্রথম মুসলিম নারী হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন। খবর সিএনএনের।

হাশমি রিপাবলিকান জন রিডকে পরাজিত করেছেন। জন রিড ছিলেন একজন সাবেক রক্ষণশীল টক শো হোস্ট ও রাজ্যব্যাপী প্রথম সমকামী মনোনীত প্রার্থী। 

লেফটেন্যান্ট গভর্নর হিসেবে হাশমি রাজ্য সিনেটের সভাপতিত্ব করবেন ও ভোটের সমতা হলে সিদ্ধান্তমূলক ভোট দিয়ে সম্পর্ক ছিন্ন করতে সক্ষম হবেন। এই পদটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার আসন খালি থাকায় হাশমি সিনেট ছেড়ে চলে গেলে ডেমোক্র্যাটরা সেখানে ২০-১৯ ব্যবধানে এগিয়ে থাকবেন।

রিচমন্ড-এলাকার একজন রাজ্য সিনেটর হাশমি ২০১৯ সালে চেম্বারের পরিবর্তনের ক্ষেত্রে সহায়তা করেছিলেন। তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছিলেন। তিনি ভার্জিনিয়ার প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান যিনি রাজ্যব্যাপী নির্বাচিত হলেন। ভার্জিনিয়া হলো সেই ১৭টি রাজ্যের মধ্যে একটি, যেখানে লেফটেন্যান্ট গভর্নররা গভর্নরদের থেকে আলাদাভাবে নির্বাচিত হন।


ঘাজালা হাশমি জুন মাসে পাঁচজন প্রাথমিক প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে অল্প ব্যবধানে ২৮ শতাংশ ভোট পেয়ে মনোনয়ন জিতে নেন। এরপর থেকে তিনি ডেমোক্র্যাটিক টিকিটের অন্য গভর্নর প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার ও অ্যাটর্নি জেনারেল পদের প্রার্থী জে জোন্সের সঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন।

২০১৯ সালে রাজ্য সিনেটে নির্বাচিত হওয়ার সময় হাশমি একজন রিপাবলিকান পদপ্রার্থীকে পরাজিত করেন ও চেম্বারের পরিবর্তন ঘটাতে সাহায্য করেন। সেই প্রক্রিয়ায় তিনি চেম্বারের প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নির্বাচিত হন। তার প্রথম প্রচারণায় তিনি ট্রাম্প প্রশাসনের প্রথম মুসলিম নিষেধাজ্ঞাকে তার নির্বাচনি প্রচারণার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছিলেন।

অন্যদিকে, জন রিড শিক্ষা ও ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের ঘিরে সাংস্কৃতিক বিষয়গুলোকে তার প্রচারণার কেন্দ্রবিন্দুতে রেখেছিলেন। তিনি ছাঁটাই হওয়া ফেডারেল কর্মীদের সাহায্য করার জন্য একটি পরিকল্পনাও ঘোষণা করেছিলেন এবং ভার্জিনিয়ার তথাকথিত কাজের অধিকার আইন সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা কর্মক্ষেত্রে কর্মীদের তাদের ইউনিয়নে যোগদানের বাধ্যতামূলক নিষেধাজ্ঞাকে জারি করে। রিড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করলেও তিনি কখনও ট্রাম্পের অনুমোদন পাননি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম