আরও পড়ুন
হলিউড (Hollywood) হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বৈশ্বিক চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্র, যা আধুনিক সিনেমার সূতিকাগার হিসেবে পরিচিত। ১৯১০-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত হলিউড বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের বিনোদনের উৎস। অ্যাকশন, সায়েন্স-ফিকশন, সুপারহিরো, রোমান্স থেকে শুরু করে জীবনীভিত্তিক চলচ্চিত্র—সব ধরনের কনটেন্টে হলিউড শীর্ষস্থান ধরে রেখেছে। মার্ভেল, ডিসি, ডিজনি, ইউনিভার্সাল, ওয়ার্নার ব্রস-এর মতো জায়ান্ট স্টুডিওগুলো হলিউডের পরিধিকে করে তুলেছে বিশাল ও বৈচিত্র্যময়।
