Logo
Logo
×

আন্তর্জাতিক

শাহবাজ-নেতানিয়াহুর হ্যান্ডশেকের ছবি ছেড়ে বিপাকে পিটিআই নেত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম

শাহবাজ-নেতানিয়াহুর হ্যান্ডশেকের ছবি ছেড়ে বিপাকে পিটিআই নেত্রী

শানদানা গুলজার। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেত্রী শানদানা গুলজারের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি। 

সূত্রানুসারে, শানদানা গুলজারের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা কনটেন্ট পোস্ট করার অভিযোগ আনা হয়েছে। 


এফআইআরে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন।

এনসিসিআইএ ভুয়া খবর প্রচার ও ঘৃণামূলক প্রচারণার অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। অভিযোগগুলোর মধ্যে একটি হলো—শানদানা গুলজার একটি সম্পাদিত (ডক্টরড) ছবি শেয়ার করেছিলেন, যেখানে দেখা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে করমর্দন করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম