Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ার কুয়ানতানে ৫৭ অভিবাসী গ্রেফতার

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

মালয়েশিয়ার কুয়ানতানে  ৫৭ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে গ্রেফতারকৃত অভিবাসীরা। ছবি: যুগান্তর

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পাহাং রাজ্যের কুয়ানতান এলাকায় যৌথ অভিযানে অননুমোদিত (অবৈধ) অভিবাসীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পরিচালিত এ অভিযানে রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস ডিপার্টমেন্টের কর্মকর্তারাও অংশ নেন। 

জিমের ফেসবুক পোস্ট অনুযায়ী, অভিযানে মোট ২৫৮ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে বিভিন্ন ইমিগ্রেশন আইনের আওতায় অপরাধে জড়িত সন্দেহে ৫৭জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও কতজন বাংলাদেশি গ্রেফতার হয়েছে তা জানা যায়নি। 

পোস্টে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী ধারা ৫১(৫)(বি)-এর অধীনে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তদন্তের জন্য তাদের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট প্রাঙ্গণের মালিকদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে।

অভিযানে মোট ১৮ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। এটি পরিচালিত হয় জনসাধারণের দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে, যেখানে জানা যায়—কিছু ব্যক্তি অননুমোদিত বিদেশিদের আশ্রয় দিচ্ছে। 

জিম পাহাং জনসাধারণকে আহ্বান জানিয়েছে, যাতে তারা তাদের এলাকায় অবস্থানরত অননুমোদিত বিদেশিদের বিষয়ে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, যে অবৈধ বিদেশিকে আশ্রয় দেবে বা কর্মে নিয়োজিত করবে, তার বিরুদ্ধে কোনো প্রকার আপস ছাড়া কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম