শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী কার্কির
জেন-জিদের সঙ্গে সংঘর্ষের পর নেপালে কারফিউ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
জেনজিদের সঙ্গে এই সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নেপালে জেন-জি তরুণদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক সরকার দলের সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এরমাঝে দেশটির কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। দুপক্ষকে শান্ত থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির বারা জেলায় জেন-জি সদস্যদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউএমএল সমর্থকদের সংঘর্ষের পর স্থানীয় প্রশাসন গণজমায়েত নিষিদ্ধ করেছে।
প্রশাসন জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
এরআগে, বুধবার বারা জেলার সিমারা এলাকায় জেন-জি বিক্ষোভকারীদের সমাবেশ ও সিপিএন-ইউএমএল কর্মীদের পাল্টা র্যালি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের কাছেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ হয়। এরপরই কারফিউ জারি করে কর্তৃপক্ষ।
ওই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। নেপাল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা আবি নারায়ণ কাফলে এএফপিকে বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক… কেউ গুরুতর আহত হয়নি।’
নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সব পক্ষকে ‘অপ্রয়োজনীয় রাজনৈতিক উসকানি’ এড়িয়ে চলার অনুরোধ করেন। একই সঙ্গে তিনি ২০২৬ সালের ৫ মার্চের নির্বাচনের প্রতি আস্থা রাখতে বলেন।
কার্কি বলেন, ‘শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সংযম ও প্রস্তুতির সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছি।’

