জেন-জি
জেনারেশন জি বা সংক্ষেপে জেন-জি (Gen Z) বা জেনারেশন জেড হল সেই প্রজন্ম যারা প্রায় ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। এই নতুন প্রজন্মের মানুষরা বেড়ে উঠেছে ইন্টারনেট, স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার যুগে, যা তাদের জীবনধারা ও মানসিকতায় এনেছে বিপুল পরিবর্তন। আগের প্রজন্মগুলোর তুলনায় জেনারেশন Z এর বৈশিষ্ট্য হলো—তারা প্রযুক্তিতে দক্ষ, দ্রুত তথ্য গ্রহণে অভ্যস্ত, এবং সমাজ ও পরিবেশ সম্পর্কে অনেক বেশি সচেতন। এই জেন জি প্রজন্মের মনোভাব ও কাজের ধরন কর্পোরেট সংস্কৃতি, শিক্ষা, মার্কেটিং এবং সমাজে ব্যাপক প্রভাব ফেলছে।
