মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ ৪ শতাধিক অভিবাসী গ্রেফতার
আহমাদুল কবির, মালয়েশিয়া
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:০৮ এএম
মালয়েশিয়ায় বছরজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলেছে ব্যাপক অভিযান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ায় বছরজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলেছে ব্যাপক অভিযান। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে হানা দিচ্ছে ইমিগ্রেশন বিভাগ এবং গ্রেফতার করছে শতশত অভিবাসীকে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় অভিবাসী আইন লঙ্ঘনের অভিযোগে ৪৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান ‘অপ জেম্পুর’ এর অধীনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারটি জোনে অভিযান চালানো হয়, যেখানে ব্যবসায়িক এলাকা, নির্মাণ সাইট এবং সবজি চাষের খামার অন্তর্ভুক্ত ছিল। অভিযানে মোট ৫৪৭ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অধিকাংশ বিদেশি তখন সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে সচেতন ছিলেন না।
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, এই অভিযান এক মাস আগে স্থানীয় কমিউনিটির অভিযোগের ভিত্তিতে পরিকল্পিত হয়েছিল। তিনি বলেন, এই জেলা কাজের সন্ধানে থাকা অভিবাসীদের জন্য আকর্ষণীয়। আশপাশের কৃষি কার্যক্রমেও তারা যুক্ত হয়েছে। উচ্চভূমির ভৌগোলিক অবস্থান, শহর থেকে দূরত্ব এবং স্থানীয় ব্যবসায়ীদের পছন্দের কারণে এটি বিদেশীদের জন্য হটস্পট হয়ে উঠেছে।
অভিযানে মোট ১,৮৮৬ জন বিদেশির কাগজপত্র চেক করা হয়েছিল। তাদের মধ্যে ৪৬৮ জনকে গ্রেফতার করা হয় বিভিন্ন অভিবাসী আইন লঙ্ঘনের কারণে। কিছু ক্ষেত্রে প্রাপ্ত টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাসও নকল হওয়ার সম্ভাবনা ছিল।
গ্রেফতারকৃতদের দেশভিত্তিক সংখ্যা, মিয়ানমার ১৭৫, বাংলাদেশ ১৭৪, ইন্দোনেশিয়া ৬৭, নেপাল ২০, পাকিস্তান ১৬, ভারত ১১, ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়া প্রত্যেকে ১ জন করে নাগরিক রয়েছেন।
গ্রেফতারকৃতদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। এদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪ জন শিশু। তাদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানায়, ২০২৫ সালের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট ৮৩,৯৯৪ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ।

