Logo
Logo
×

উদ্ভাবন

চালু হলো স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী ‘লিও’

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

চালু হলো স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী ‘লিও’

মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট সেবার প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘অ্যামাজন লিও’ চালু করেছে। এই সেবাটি বিশ্বের দ্রুততম বাণিজ্যিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা হিসেবে পরিচিত, যা স্টারলিংকের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে বলে দাবি করছে অ্যামাজন।

অ্যামাজনের স্যাটেলাইট নেটওয়ার্কে বর্তমানে ১৫০টি স্যাটেলাইট রয়েছে, যা স্টারলিংকের প্রায় ৮,০০০ স্যাটেলাইটের তুলনায় অনেক কম। তবে, অ্যামাজনের দাবি, তাদের স্যাটেলাইটগুলো নতুন ‘লিও আল্ট্রা অ্যান্টেনা’ ব্যবহারের মাধ্যমে এক গিগাবিট পার সেকেন্ড ডাউনলোড গতি দিতে সক্ষম, যা স্টারলিংকের তুলনায় পাঁচগুণ দ্রুত। স্টারলিংক বর্তমানে প্রায় ২০ লাখ গ্রাহককে সেবা প্রদান করছে, তবে তারা ২০২৬ সালের মধ্যে এক গিগাবিট গতি দেওয়ার পরিকল্পনা করছে।

বর্তমানে, অ্যামাজন লিও সেবা কিছু ব্যবসায়ী গ্রাহকদের জন্য উপলব্ধ, তবে আগামী বছরে এটি আরও বিস্তৃত পরিসরে চালু হবে বলে আশা করা হচ্ছে। অ্যামাজন ভবিষ্যতে ৩,২৩৬টি স্যাটেলাইটের মাধ্যমে একটি বৃহত্তর নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা করছে, যখন স্পেসএক্স তাদের স্টারলিংক নেটওয়ার্ক ১২,০০০ স্যাটেলাইটে উন্নীত করতে চায়।

অ্যামাজনের প্রাথমিক গ্রাহকদের মধ্যে পরিবেশবান্ধব শক্তি কোম্পানি ‘হান্ট এনার্জি নেটওয়ার্ক’, তারবিহীন যোগাযোগ প্রতিষ্ঠান ‘ভানু ইনকর্পোরেটেড’, এবং এয়ারলাইন ‘জেটব্লু’ অন্তর্ভুক্ত রয়েছে। অ্যামাজন জানিয়েছে, সেবাটি সীমিত আকারে চালু করার উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্কের কার্যকারিতা পরীক্ষা করা এবং এটি বিভিন্ন শিল্পে কীভাবে ব্যবহার করা যায়, তা পর্যবেক্ষণ করা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম