প্রযুক্তি ও বিজ্ঞানের উদ্ভাবন বদলে দিচ্ছে আমাদের জীবনের ধারা ও ভবিষ্যতের দিকনির্দেশনা। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিকস, জিন প্রযুক্তি, মহাকাশ গবেষণা, ন্যানোটেকনোলজি ও সবুজ জ্বালানির মতো অগ্রগতি বিশ্বকে এগিয়ে নিচ্ছে টেকসই উন্নয়নের পথে। প্রতিদিনই আবিষ্কৃত হচ্ছে নতুন যন্ত্রপাতি, সফটওয়্যার ও বৈজ্ঞানিক সমাধান, যা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ ও শিল্প খাতে বিপ্লব ঘটাচ্ছে। বাংলাদেশের তরুণ উদ্ভাবকরাও এ ক্ষেত্রে পিছিয়ে নেই—দেশীয় স্টার্টআপ, রিসার্চ ও টেকনোলজি ইনিশিয়েটিভগুলো আন্তর্জাতিক অঙ্গনে স্থান করে নিচ্ছে। আধুনিক জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি ও বিজ্ঞানের উদ্ভাবন এখন অপরিহার্য।
