বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিদিনের পরিবর্তন এনে দিচ্ছে নতুন সব অভিজ্ঞতা। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট, জিমেইলের নতুন ফিচার, গেমিং আপডেট, স্মার্ট রাউটার ও ব্রাউজারের নিরাপত্তা, স্মার্টওয়াচের হেলথ ফিচার, গুগলের এআই গবেষণা, ডিপসিক প্রযুক্তি—সব মিলিয়ে প্রযুক্তি দুনিয়া এগিয়ে চলছে দ্রুত গতিতে। পাশাপাশি বেড়ে চলেছে সাইবার হামলা, হ্যাকিং ও রোবট নির্ভরতা—যা আমাদের নিরাপত্তা ও ভবিষ্যতের প্রযুক্তিকে নতুন করে ভাবতে বাধ্য করছে।
