Logo
Logo
×

অন্যান্য

সার্চবারে সরাসরি এআই জেমিনি ৩ যুক্ত করল গুগল

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম

সার্চবারে সরাসরি এআই জেমিনি ৩ যুক্ত করল গুগল

গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের নতুন এআই মডেল জেমিনি ৩ উন্মোচন করার পর তা সরাসরি সার্চ সেবায় যুক্ত করেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক ঘোষণায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এই তথ্য জানায়। এটি গুগলের ইতিহাসে প্রথম এমন ঘটনা।

আগে জেমিনি মডেলের নতুন সংস্করণ ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে কয়েক সপ্তাহ বা মাস অপেক্ষা করতে হতো, কিন্তু এবার তা পরিবর্তন করা হয়েছে। ঘোষণার দিনেই জেমিনি ৩ সার্চে সক্রিয় হয়ে গেছে।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, ‘এটাই আমাদের সবচেয়ে উন্নত ও বুদ্ধিমান মডেল, এবং ব্যবহারকারীরা শুরু থেকেই এর সুবিধা পাবেন।’

গুগল জানিয়েছে, জেমিনি ৩ বর্তমানে আন্তর্জাতিক মানদণ্ডে শীর্ষে রয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ এআই কর্মক্ষমতা পরীক্ষায় এটি অনেক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে ছাড়িয়ে গেছে।

নতুন মডেলের ওপর ভিত্তি করে গুগল একটি নতুন ফিচারও চালু করেছে—জেমিনি এজেন্ট। এটি ব্যবহারকারীর জন্য বিভিন্ন জটিল কাজ করতে সক্ষম, যেমন চাকরির আবেদন তৈরি, ইমেইল সাজানো, ভ্রমণ পরিকল্পনা বুকিং, এবং এমনকি ব্যক্তিগত ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা।

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, গুগলের এআই ল্যাবের প্রধান ডেমিস হাসাবিস যে ‘সর্বজনীন সহকারী’ তৈরির স্বপ্ন দেখছিলেন, জেমিনি এজেন্ট সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।

জেমিনি অ্যাপেও বড় পরিবর্তন এসেছে। এখন যেকোনো প্রশ্নের উত্তর ওয়েবসাইটের মতো প্রদর্শিত হবে, যেখানে থাকবে চিত্র, ভিজ্যুয়াল উপাদান এবং ইন্টারঅ্যাক্টিভ অংশ—এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা হবে আরও সহজ ও মসৃণ।

বিশ্লেষকরা বলছেন, এখন আর শুধু গবেষণার বিষয় নয়, এআই প্রযুক্তির প্রতিযোগিতা এখন বাস্তব আয়ের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। গুগলের ক্লাউড সেবায় এআই-সম্পর্কিত আয় বাড়ছে, এবং সার্চে জেমিনি ৩ যুক্ত হওয়ার ফলে প্রযুক্তি দুনিয়ায় নতুন দিক উন্মোচিত হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম