Logo
Logo
×

আইনি পরামর্শ

পপি সিড বা পোস্ত দানা কি এক, বাংলাদেশের আইন কী বলে?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম

পপি সিড বা পোস্ত দানা কি এক, বাংলাদেশের আইন কী বলে?

পোস্ত দানা বা পপি সিড বাংলাদেশে আমদানি নিষিদ্ধ কেন? সংগৃহীত ছবি

সম্প্রতি চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ পোস্ত দানা (পপি সিড) আটক হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে এই বীজ নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকে জানতে চাইছেন, পপি সিড আসলেই পোস্ত দানা কি না এবং কেনই বা এটি বাংলাদেশে আমদানি নিষিদ্ধ।

পোস্ত দানার পরিচয় ও ইতিহাস

পোস্ত বা পপি একটি প্রাচীন উদ্ভিদ, যার ব্যবহার হাজার হাজার বছর ধরে চলে আসছে। নেচার সাময়িকীর এক গবেষণায় বলা হয়েছে, ইউরোপে অন্তত ৫,৯০০ বছর আগে পপির অস্তিত্ব ছিল। আবার বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, নিয়ান্ডারথাল মানুষও প্রায় ৩০,০০০ বছর আগে পপি উদ্ভিদের সঙ্গে পরিচিত ছিল।

প্রাচীন মিশরীয় সভ্যতায় পপি ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি উদ্ভিদ। ফারাও তুতেনখামুনের মমি, পোশাক ও অলংকারে পপি ফুলের অলংকরণ ছিল—যা তার গুরুত্বের প্রমাণ দেয়।

বিভিন্ন প্রজাতির মধ্যে Papaver somniferum প্রজাতির পপি সবচেয়ে বেশি পরিচিত, কারণ এই গাছ থেকেই তৈরি হয় অপিয়াম (আফিম)। ইতিহাস জুড়ে আফিম চিকিৎসা ও মাদক- দুইভাবেই ব্যবহৃত হয়েছে। একই গাছ থেকে তৈরি হয় মরফিন, হেরোইন ও কোডিনের মতো শক্তিশালী ব্যথানাশক ওষুধও।

তবে এই পদার্থগুলো তৈরি হয় পপির ফলের গায়ে আঁচড় কেটে বের করা রস থেকে, বীজ থেকে নয়। তবুও রস সংগ্রহের সময় কিছুটা অবশিষ্টাংশ বীজে থেকে যেতে পারে।

বাংলাদেশে নিষেধাজ্ঞার কারণ

বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী, ‘অপিয়াম পপি গাছ, তার ফল বা অঙ্কুরোদগম উপযোগী বীজ’ ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত। অর্থাৎ, যদি বীজ অঙ্কুরোদগম উপযোগী হয়, তাহলে তা থেকে পপি চাষ সম্ভব- যা আইনে কঠোরভাবে নিষিদ্ধ।

বাণিজ্য মন্ত্রণালয়ও পোস্ত দানাকে ‘আমদানি নিয়ন্ত্রিত পণ্য’ হিসেবে ঘোষণা দিয়েছে এবং স্পষ্টভাবে বলেছে—মসলা বা অন্য কোনোভাবে পোস্ত দানা আমদানি করা যাবে না।

তবে বাস্তবে দেখা যায়, দেশের বাজারে এখনো অধিকাংশ দোকানে অন্যান্য মশলার সঙ্গে পোস্ত দানা বিক্রি হয়। এতে  প্রশ্ন উঠেছে—তাহলে এসব বীজ আসে কোথা থেকে?

চট্টগ্রাম বন্দরের ঘটনা

সম্প্রতি চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা দুটি কন্টেইনারে ২৫ টন পোস্ত দানা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। নথি অনুযায়ী, কন্টেইনারগুলোতে ‘পাখির খাদ্য’ হিসেবে ৩২ হাজার কেজি পণ্য ঘোষিত ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা করে দেখা যায়, সামনের অংশে পাখির খাবার রেখে তার পেছনে কৌশলে লুকানো ছিল প্রায় ২৫ হাজার কেজি পোস্ত দানা।

চট্টগ্রাম কাস্টমস জানিয়েছে, এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা। মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি নিষিদ্ধ এই পণ্য আনার ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনাই সম্ভবত বাজারে পোস্ত দানার উপস্থিতির একটি বড় সূত্র হতে পারে, যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়।

পপি সিড বা পোস্ত দানা সংক্রান্ত FAQ

পোস্ত দানা বা পপি সিড কি বাংলাদেশে আমদানি করা বৈধ?

  • না, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী, পোস্ত দানা (পপি সিড) একটি 'আমদানি নিয়ন্ত্রিত পণ্য' এবং আমদানি নিষিদ্ধ।

পোস্ত দানা কি সরাসরি আফিম?

  • পোস্ত দানা পপি ফল থেকে তৈরি হয় না, তবে যেহেতু বীজ থেকে অপিয়াম পপি গাছ চাষ করা সম্ভব এবং বীজে আফিমের অবশিষ্টাংশ থাকতে পারে, তাই বাংলাদেশে এটি নিষিদ্ধ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম