Logo
Logo
×

লাইফ স্টাইল

বিশ্বের সবচেয়ে দামি কফি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০১:৩৯ এএম

বিশ্বের সবচেয়ে দামি কফি

প্রতীকী ছবি

বিশ্বের সবচেয়ে দামি কফি পাওয়া যাচ্ছে এখন দুবাইয়ে। এক কাপের দাম ৯৮০ মার্কিন ডলার (৩ হাজার ৬০০ দিরহাম)। বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ টাকা। পানামা থেকে আনা বিশেষ কফি বিন দিয়ে তৈরি এই পানীয়টি বিক্রি হচ্ছে ‘জুলিথ’ নামের একটি ক্যাফেতে।

ক্যাফের সহপ্রতিষ্ঠাতা সারকান সাগসোজ সামাজিকমাধ্যমে এক ভিডিওতে বলেন, ‘অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বিশ্বের সবচেয়ে প্রশংসিত এবং সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত কফি এখন জুলিথে পাওয়া যাচ্ছে।’

দুবাইয়ের একটি শিল্পাঞ্চলে অবস্থিত এই ক্যাফে ৪০০ কাপ কফি পরিবেশন করবে বলে জানিয়েছেন সাগসোজ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম