Logo
Logo
×

লাইফ স্টাইল

যেভাবে ঘর মুছলে আরশোলা টিকটিকি ও পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ পিএম

যেভাবে ঘর মুছলে আরশোলা টিকটিকি ও পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচবেন

ফাইল ছবি

সারা বছরই বাড়িতে আরশোলা টিকটিকির দৌরাত্ম্য লেগে থাকে। আর বর্ষা আসায় বেড়েছে মশা, মাছি পিঁপড়াও। বৃষ্টি হলেই সদর দরজা কাদাভর্তি হয়ে যায়। এতে ঘরের মধ্যে প্রবেশ করে জীবাণু।

আরশোলা, পিঁপড়া ও টিকটিকি তাড়াতে অনেকেই ওষুধ ব্যবহার করে থাকেন। কিন্তু বাড়িতে ছোট শিশু থাকলেও সেগুলো ব্যবহার করা নিরাপদ নয়। বরং ঘর মোছার পানি নিয়ে কিছু সাধারণ উপাদান মিশিয়ে ঘর মুছে নিতে পারেন। এতেই ঘরদোরে পোকামাকড় আর ঘুরবে না।

আপনি চাইলে বেকিং সোডা ভিনিগার দিয়ে ঘর পারিষ্কার করতে পারেন। কারণ বাসন হোক কিংবা ঘরের মেঝেপরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার অন্যতম ক্ষেত্র বেকিং সোডা ভিনিগার। এটি ঘরের মেঝে থেকে দাগছোপ দূর করে থাকে। আর ভ্যাপসা গন্ধও দূর করে দেয়। এর পাশাপাশি ঘরের মেঝে জীবাণু মুক্ত রাখে।

এক কাপ ভিনিগারের মধ্যে - চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এর পর মিশ্রণটি মেশান ঘর মোছার পানিতে। এবার সেই পানি দিয়েই ঘর মুছে নিন।

এ ছাড়া আপনি হাতের কাছে সহজ সমাধান হিসাবে লেবুর রস লবণ বেছে নিতে পারেন। একটা গোটা পাতিলেবুর রস নিন। এতে চামচ লবণ মিশিয়ে দিন। এই মিশ্রণটি পানিতে মিশিয়ে ঘর মুছে নিন। এতে ঘরের মেঝেতে আরশোলা কিংবা পিঁপড়া আর দেখা যাবে না।

আবার লবঙ্গের তেল কর্পূরের সঙ্গে মিশিয়ে নিন। এটিও ঘর মোছার পানিতে মিশিয়ে ঘর মুছতে পারেন। লবঙ্গ কর্পূরের ঝাঁজালো গন্ধে ঘরে আর পোকামাকড় ঘুরবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম