ব্যয়বহুল নয়, সাধারণ প্রসাধনীতেই ত্বক উজ্জ্বল রাখেন শচীনকন্যা সারা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
শচীনকন্যা সারা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বায়োমেডিক্যাল সায়েন্সে একাডেমিক জ্ঞান থাকা সত্ত্বেও ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার বিশ্বাস করেন, ত্বকের স্বাস্থ্য ও উজ্জ্বলতা কোনো ব্যয়বহুল প্রোডাক্টে নয়, বরং নিয়মিত ও সরল যত্নেই নিহিত। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, নিয়মিত যত্নই তার উজ্জ্বল ত্বকের রহস্য।
সম্প্রতি ২৭ বছর বয়সি সারা খুলেছেন নিজের পিলাটেস স্টুডিও। স্কিনকেয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য স্কিনকেয়ার তখনই কার্যকর হয়, যখন সেটা সরল ও নিয়মিত থাকে। আমার রুটিন খুব বেসিক—একটা ফেসওয়াশ, সিরাম বা টোনার, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন।’
তবে শুধু নিয়ম মেনে যত্নেই সীমাবদ্ধ নন তিনি। কখনও সখনও সামান্য পরীক্ষা-নিরীক্ষাও করেন।

তার ভাষায়, ‘কখনও সখনও অ্যাসিড পিল ব্যবহার করি, তবে সেটা ন্যূনতম রাখি।’
চর্ম বিশেষজ্ঞদের মতে, অ্যাসিড বা কেমিক্যাল পিল মূলত ত্বকের মৃত ও ক্ষতিগ্রস্ত কোষ দূর করতে সাহায্য করে। এতে ব্রণ, দাগ বা পিগমেন্টেশন কমে আসে এবং ত্বক আরও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে।
অনেকেই ত্বকের যত্নে ব্যয়বহুল প্রোডাক্ট বেছে নেন। এ ধরনের প্রোডাক্ট সাধারণত পরিচিত ব্র্যান্ডের হয় এবং এতে উন্নত বা বিশেষ উপাদান থাকে বলে ধারণা করা হয়। বিজ্ঞাপন ও প্রচারণার প্রভাবও মানুষের পছন্দে প্রভাব ফেলে। কিছু ক্ষেত্রে এটি ব্যক্তিগত স্ট্যাটাস বা শখের প্রতিফলন হিসেবে দেখা যায়। এছাড়াও, ব্যয়বহুল প্রোডাক্টে অ্যান্টি-এজিং, হাইড্রেশন বা অন্যান্য বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে মানুষ এগুলো বেছে নেয়।

