Logo
Logo
×

রাজনীতি

সাতক্ষীরা-১

মনোনয়ন না পাওয়ায় আলিম সমর্থকদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১১:৪৫ এএম

মনোনয়ন না পাওয়ায় আলিম সমর্থকদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ২৩৭ আসনে প্রার্থী (প্রাথমিক) ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সাতক্ষীরা-১ (সদর-দেবহাটা) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতার বাইপাস মোড়ে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে অপর মনোনয়নপ্রত্যাশী আব্দুল আলিমের সমর্থকেরা। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ২৩৭ আসনে প্রার্থী (প্রাথমিক) ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এরপর রাতে মনোনয়নপ্রত্যাশী আব্দুল আলিমের সমর্থকেরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল পর্যন্ত কর্মসূচি স্থগিত করে কেন্দ্রীয় নেতাদেরকে আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় আরও বৃহৎ কর্মসূচির হুমকি দেওয়া হয়। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আনারুল ইসলাম প্রমুখ।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম