এবার সুখবর পেলেন যুবদলের সাত নেতা
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এবার মানিকগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। দল পুনর্গঠনের চলমান প্রক্রিয়া এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন- মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. সুজাউদ্দিন বুলবুল, সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার (জীবন), শিবালয় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের সদস্য ও মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির এবং সাটুরিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফরিদ হোসেন ও বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মান্নান উদ্দিন মল্লিককে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে বহাল করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। দলটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে শাস্তিমূলক ব্যবস্থা পুনর্বিবেচনার মাধ্যমে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
