Logo
Logo
×

লাইফ স্টাইল

শীত মানেই গিজারের পানিতে গোসল, যে ভুলে নষ্ট হতে পারে যন্ত্রটি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম

শীত মানেই গিজারের পানিতে গোসল, যে ভুলে নষ্ট হতে পারে যন্ত্রটি

গিজার। সংগৃহীত ছবি

শুরু হয়েছে শীতকাল। মৌসুম বদলের এই সময় রাতে কিংবা ভোরে ঝিরিঝিরি বাতাস অনুভব করা যায়। সময় ঠান্ডা পানি দিয়ে গোসল করা অনেকের পক্ষেই সম্ভব নয়; বড় একটা চ্যালেঞ্জ দাঁড়িয়ে যায়। গোসলঘরে ঢুকতেই যেন ভয় লাগে। অগত্যা শীতের একমাত্র ভরসার প্রতীক হয় গিজার।

যদিও শীতকাল ছাড়াও অনেকেই সারা বছর গিজারের পানিতে গোসল করে থাকেন। তবে শীতকালে এর ব্যবহার সবচেয়ে বেশি হয়। ঠান্ডায় হঠাৎ যদি গিজার খারাপ হয়ে যায়, তাহলে বেকায়দায় পড়েন শীতকাতুরেরা। তাই গিজার ভালো রাখতে চাই পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে নেবেন গিজারের যত্ন

. সাধারণত গিজার স্বয়ংক্রিয়ভাবে কাজ করে থাকে। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর পানি গরম হয়ে গেলে নিজে থেকেই তা বন্ধ হয়ে যায়। আপনার বাসার গিজারটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে কিনা, তা খেয়াল রাখা উচিত। তা না হলে একবার দক্ষ কাউকে দিয়ে দেখিয়ে নিন।

. একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গিজারে পানি গরম হয়। আপনি নিজেই চেক করে দেখুন তা ঠিকভাবে কাজ করছে কিনা। পানি গরম হতে দেরি হলে যাচাই করা জরুরি। পানি গরম হতে অনেক দেরি হলে আপনি বুঝবেন গিজারে কোনো সমস্যা রয়েছে।

. পানি গরম হয়ে গেলে গিজারটি প্রধান জায়গা থেকে বন্ধ করে দিন। বন্ধ না করে গোসল করবেন না। কারণ এতে যেমন আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে, ঠিক তেমনই গিজারটিও অনেক দিন ভালো থাকবে।

. পানি গরম হয়ে গেলে সম্পূর্ণ পানি গিজার থেকে বের করে নিন। পানি জমিয়ে রাখবেন না। কারণ এতে মজুত থাকলে গিজারে আয়রন জমে গিয়ে তা দ্রুত নষ্ট হয়ে যাবে।

. যে কোনো যন্ত্রের সার্ভিসিংয়ের প্রয়োজন হয়। এসির ক্ষেত্রে মনে থাকলেও অনেকেরই গিজারের সার্ভিসিংয়ের কথা মনে থাকে না। তাই সতর্ক থাকুন, নির্দিষ্ট সময় অন্তর গিজারের সার্ভিসিং করিয়ে ফেলুন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম