Logo
Logo
×

খেলা

আফ্রিদির ১৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

আফ্রিদির ১৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত

ভারতের অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে ফেললেন।

ভারতের অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে ফেললেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদিকে পেছনে ফেলে তিনি এখন পুরুষদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক।

জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতেই রোহিত এই মাইলফলক স্পর্শ করেন। ম্যাচের শুরুতে তার ছিল ৩৪৯ ছক্কা—রেকর্ড গড়তে প্রয়োজন ছিল আরও মাত্র ৩টি ছক্কা। ঝড়ো অর্ধশতকের পথে তিনি মারেন ঠিক সেই তিন ছক্কাই। এতে তার মোট ছক্কার সংখ্যা দাঁড়ায় ৩৫২, যা আফ্রিদির ৩৫১ ছক্কাকে ছাড়িয়ে যায়।

রোহিতের এই সংখ্যায় বিশেষত্ব হলো—তিনি মাত্র ২৬৯ ইনিংসে রেকর্ডটি গড়েছেন, যেখানে আফ্রিদির লাগল ৩৬৯ ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা

  • রোহিত শর্মা (ভারত) — ৩৫২ (২৬৯ ইনিংস)
  • শাহিদ আফ্রিদি (পাকিস্তান) — ৩৫১ (৩৬৯ ইনিংস)
  • ক্রিস গেইল (উইন্ডিজ) — ৩৩১ (২৯৪ ইনিংস)
  • সনৎ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) — ২৭০ (৪৩৩ ইনিংস)
  • এমএস ধোনি (ভারত) — ২২৯ (২৯৭ ইনিংস)

শুধু ওয়ানডেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়েও রোহিত এখন সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার। তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৫, যা দ্বিতীয় অবস্থানে থাকা ক্রিস গেইলের চেয়ে অনেক এগিয়ে।    

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা

  • রোহিত শর্মা (ভারত) — ৬৪৫ (৫৩৬ ইনিংস)
  • ক্রিস গেইল (উইন্ডিজ) — ৫৫৩ (৫৫১ ইনিংস)
  • শাহিদ আফ্রিদি (পাকিস্তান) — ৪৭৬ (৫০৮ ইনিংস)
  • ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) — ৩৯৮ (৪৭৪ ইনিংস)
  • জস বাটলার (ইংল্যান্ড) — ৩৮৭ (৪০১ ইনিংস)

রোহিতের এই অর্জন তাকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ভয়ংকর ছক্কা-স্রষ্টা হিসেবে আবারও প্রতিষ্ঠিত করল।   

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম