Logo
Logo
×

ক্রিকেট

বিপিএলে রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক হচ্ছেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

বিপিএলে রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক হচ্ছেন যারা

ছয় দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ১২তম আসর। সিলেট থেকে যাত্রা শুরু হয়ে টুর্নামেন্টের শেষপর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়—এমনটাই জানিয়ে সূচি প্রকাশ করেছে বিসিবি। বিপিএলের নিলাম শেষ হয়েছে গত রোববার, তবে আলোচনা এবং উত্তাপ এখনো বজায় আছে।

নতুন মালিকানায় মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস, নোয়াখালি এক্সপ্রেস ও সিলেট টাইটান্স। নিলামের পর দলগুলোর স্কোয়াড প্রায় ঠিক থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। তবে বিশেষ সূত্রে জানা গেছে একাধিক দলের সম্ভাব্য নেতৃত্বে কারা থাকছেন।

রংপুর রাইডার্সকে আগের মতোই নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। সহ–অধিনায়কের নাম এখনো নিশ্চিত নয়। নতুন দল নোয়াখালি এক্সপ্রেসের নেতৃত্বে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত, আর তার সহ–অধিনায়ক হতে পারেন মোহাম্মদ নেওয়াজ। সিলেট টাইটান্সকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ এবং তার সহ–অধিনায়ক হিসেবে বিবেচনায় আছেন জাকির হাসান।

চট্টগ্রাম রয়েলস এখনো অধিনায়ক ঘোষণা করেনি, তবে শেখ মেহেদী হাসানই এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। তাকে দায়িত্ব দেওয়া হলে সহ–অধিনায়ক হতে পারেন নাঈম শেখ।

ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বের দায়িত্ব উঠতে যাচ্ছে তাসকিন আহমেদের কাঁধে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে এই পেসারই হবেন ঢাকা ক্যাপিটালসের নতুন অধিনায়ক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম