Logo
Logo
×

লাইফ স্টাইল

লিভার ড্যামেজের লক্ষণ এবং ভালো রাখার উপায় জানুন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

লিভার ড্যামেজের লক্ষণ এবং ভালো রাখার উপায় জানুন

লিভারের সমস্যা শরীরে বিভিন্ন লক্ষণ দিয়ে প্রকাশ পায়। ত্বকে এই লক্ষণগুলো দেখা দিলে প্রাথমিকভাবে রোগ শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা নেওয়া সম্ভব। লিভারের সমস্যার সঙ্গে সম্পর্কিত প্রধান চারটি ত্বকের লক্ষণ হলো:

জন্ডিস – ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া। এটি লিভারের বিলিরুবিন প্রক্রিয়াকরণের ক্ষমতা কমে যাওয়ার কারণে হয়।

স্পাইডার অ্যাঞ্জিওমাস ও পালমার এরিথেমা – দীর্ঘস্থায়ী লিভারের সমস্যায় মুখ, ঘাড় ও বুকে লাল রক্তনালী দেখা যেতে পারে এবং হাতের তালু লাল ও উষ্ণ হয়ে যেতে পারে।

চুলকানি (প্রুরিটাস) – লিভারের অসুস্থতার কারণে পিত্তের লবণ ত্বকে জমা হলে তীব্র চুলকানি হতে পারে।

হাইপারপিগমেন্টেশন ও নখের পরিবর্তন – ত্বকে কালো দাগ পড়া, টেরির নখ বা মুয়ের্কের লাইন দেখা দিতে পারে, যা লিভারের কার্যকারিতা কমার লক্ষণ।

লিভারের সুস্থতা রক্ষা করতে খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটি খাবার লিভারের জন্য বিশেষভাবে উপকারী:

ক্রুসিফেরাস সবজি – ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি লিভারের প্রাকৃতিক ডিটক্স সিস্টেমকে সহায়তা করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায়।

কফি – পরিমিত কফি পান লিভারের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে এবং লিভার রোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায়।

মাছ ও বাদাম – স্যামন, সার্ডিন, আখরোট, পেস্তা ইত্যাদি ওমেগা-৩ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা লিভারের প্রদাহ কমায় এবং সুস্থ রাখে।

সুতরাং, সঠিক খাদ্যাভ্যাস এবং লক্ষণগুলো খেয়াল রাখলে লিভারের স্বাস্থ্য রক্ষা করা সম্ভব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম