Logo
Logo
×

বাংলার মুখ

চুনারুঘাট থানা থেকে আসামির পলায়ন তদন্ত কমিটি গঠন

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের চুনারুঘাট থানা থেকে শাহআলম (২৯) নামে চুরির মামলার আটক হওয়া এক চোর থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদ। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ কল্যাণ সুপার মার্কেটের কফি হাউজে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পরে সিসি ফুটেজ দেখে চোর শনাক্ত করা হয়। এরই মধ্যে আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর এলাকার লোকজনের সহায়তায় পুলিশ শাহআলম নামে এক চোরকে আটক করে থানায় নিয়ে আসে। শাহআলম পৌর শহরের চন্দনা এলাকার আব্দুল নুরের ছেলে। রাতে আসামিকে জিজ্ঞাসাবাদ করাকালে বাথরুমে যাওয়ার কথা বলে সুকৌশলে পালিয়ে যায় শাহআলম। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান, এ ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম