|
ফলো করুন |
|
|---|---|
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ১০ উইকেটে হারিয়েছে মোহামেডান। বিকেএসপিতে আনসার ও ভিডিপি ৩৩.৪ ওভারে চার উইকেটে ৯৭ রান করার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। মোহামেডানের লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ৯৬। দুই ওপেনারের বদান্যতায় ১১.২ ওভারেই সেই রান টপকে যায় তারা। জেসিয়া ৩২ বলে করেন ৫৩ রান। ৩৮ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন শামিমা।
একই দিন বিকেএসপিতে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি ও কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তবে এই ম্যাচ পরিত্যক্ত হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
