টাইফয়েড
টাইফয়েড (Typhoid) হলো সালমোনেলা টাইফি (Salmonella Typhi) ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সংক্রামক জ্বর, যা প্রধানত দূষিত খাদ্য ও পানি গ্রহণের মাধ্যমে মানবদেহে ছড়ায়। এই রোগে সাধারণত দীর্ঘস্থায়ী জ্বর, দুর্বলতা, পেটব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, এবং ক্ষুধামন্দা দেখা দেয়।
