সংস্কার
সংস্কার হলো সমাজ, রাষ্ট্র বা প্রতিষ্ঠানের ভেতরে বিদ্যমান দুর্বলতা, অকার্যকর নীতি বা অনিয়মকে সংশোধনের মাধ্যমে একটি উন্নত ও কার্যকর কাঠামো তৈরি করার প্রক্রিয়া। এটি আইন, শিক্ষা, প্রশাসন, অর্থনীতি বা রাজনীতিসহ জীবনের প্রায় সবক্ষেত্রেই প্রয়োজনীয়।
সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, নাগরিক সেবা সহজীকরণ ও ন্যায়ের নিশ্চয়তায় সময়োপযোগী সংস্কার অত্যাবশ্যক। প্রযুক্তিনির্ভর প্রশাসন, শিক্ষানীতির উন্নয়ন কিংবা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা— এই পরিবর্তনগুলো সংস্কারের অংশ। একটি কার্যকর সংস্কারই পারে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্র গড়ে তুলতে।
