হিন্দু
হিন্দু হলো সেই ব্যক্তি, যিনি হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে বিশ্বাসী এবং বৈদিক জীবনদর্শন অনুসরণ করেন। হিন্দু ধর্মের মূল ভিত্তি হলো ধর্ম, কর্ম, পুনর্জন্ম ও মোক্ষের ধারণা। হিন্দুরা এক বা একাধিক দেব-দেবীর উপাসনা করে এবং মানবতার কল্যাণে ন্যায়, শান্তি ও সত্যের পথে চলাকে জীবনের মূল লক্ষ্য মনে করেন। এটি কেবল একটি ধর্ম নয়, বরং এক সমৃদ্ধ সংস্কৃতি ও জীবনদর্শন যা হাজার বছর ধরে ভারতীয় সভ্যতার আত্মা হিসেবে বিদ্যমান।
