টুকরো খবর
শানুকে নিয়ে অভিনয়ে ফিরেছেন সোহেল আরমান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সোহেল আরমান ও শানারেই দেবী শানু।ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ বছর পর অভিনয়ে ফিরেছেন সোহেল আরমান। তাও নিজের রচিত ও পরিচালিত নাটকে। নাম ‘জল জোছনা’। এটি একটি ধারাবাহিক নাটক। প্রচার হবে বিটিভিতে। এরই মধ্যে নাটকটির ২৫ পর্ব নির্মিত হয়েছে বলে জানিয়েছেন সোহেল আরমান। এ নাটকের মাধ্যমে প্রায় দশ বছর পর অভিনয়ে ফিরেছেন তিনি। নাটকে তার বিপরীতে দেখা যাবে শানারেই দেবী শানুকে।
এ প্রসঙ্গে সোহেল আরমান বলেন, ‘বিটিভির যারা পুরোনো স্টাফ আছেন, যারা আমার আব্বাকে (প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেন) ভীষণ সম্মান করতেন, আমাকেও অনেক স্নেহ করতেন, তারাই আমাকে বারবার অভিনয় করার জন্যই বিশেষভাবে অনুরোধ করেন। আমি তাদের কথা দিয়েছিলাম, অভিনয় করব। অবশেষে ফিরছি বিটিভির নাটকে। আমার বিশ্বাস, পারিবারিক গল্পের এ নাটক দর্শকের মাঝে সাড়া ফেলবে।’
শানারেই দেবী শানু বলেন, ‘সোহেল আরমান ভাই অত্যন্ত গুণী নির্মাতা। সহশিল্পী হিসাবেও তিনি দারুণ। তার নির্দেশনায় সাত-আট বছর আগে এনটিভির জলরং-নাটকে অভিনয় করেছিলাম। দীর্ঘদিন পর তার নির্দেশনায় তারই বিপরীতে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। জল জোছনার গল্পটা মানুষের মাঝে সাড়া ফেলবে। আমি খুউব আশাবাদী।’
এদিকে শানু নিয়মিত লেখালেখিও করেন। এবার ‘আনন্দ আলো সাহিত্য সম্মাননা’য় তিনি ‘বাঘ মানুষ’ উপন্যাসের জন্য সাহিত্য সম্মাননায় ভূষিত হচ্ছেন বলে জানিয়েছেন।

