Logo
Logo
×

আনন্দ নগর

গায়িকা বৃষ্টির মনোযোগ এখন ফ্যাশনে

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গায়িকা বৃষ্টির মনোযোগ এখন ফ্যাশনে

সংগীতশিল্পী নিশ্চুপ বৃষ্টি। ছবি: সংগৃহীত

বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী নিশ্চুপ বৃষ্টি। ২০১৩ সালে ‘বাংলাদেশি আইডল’ নামে এক রিয়েলিটি শো দিয়ে গানের জগতে তার পথচলা শুরু। তার কণ্ঠের অন্যতম জনপ্রিয় গানগুলো হচ্ছে ইমরানের সঙ্গে ‘যদি হাতটা ধরো’, ‘বলো সাথিয়া’, ‘আজ ভালোবাস না’, আরিফিন রুমীর সঙ্গে ‘প্রেমেরই হরফে’সহ আরও কয়েকটি গান।

স্টেজ শোতেও দেশ বিদেশে নিয়মিত বৃষ্টি। গান করেছেন সিনেমায়ও। গানের পাশাপাশি সম্প্রতি চালু করেছেন অনলাইন ক্লথিং স্টোর ‘বি এলিগেন্স’। 

এ নিয়ে তিনি বলেন,‘ ছোটবেলা থেকেই আমার ফ্যাশন নিয়ে ভাবনা ছিল। নিজেই ড্রেস ডিজাইন ও তৈরি করে তা পরতাম। এক সময় আমার আঁকা ডিজাইনও বিক্রি করতাম। কিছুদিন আগে সিদ্ধান্ত নিলাম অনলাইনে নিজের ডিজাইনে জামা বিক্রির। শুরু থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। বি-এলিগেন্স নিয়ে এখন আমার অনেক স্বপ্ন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম