Logo
Logo
×

বাংলার মুখ

গরিবের চাল স্বচ্ছলের পেটে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কারসাজি

Icon

আব্দুর রাজ্জাক, কিশোরগঞ্জ (নীলফামারী)

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গরিবের চাল স্বচ্ছলের পেটে

কিশোরগঞ্জে ভিডব্লিউবি’র সুবিধাভোগী নির্বাচনে ইউপি মেম্বর-চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। হতদরিদ্র কর্মক্ষম নারীর পরিবর্তে স্বচ্ছল, চাকরিজীবী ও ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের নারীদেরকে সুবিধাভোগীর তালিকাভুক্ত করা হয়েছে। সেই তালিকা বাতিলের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৩ হাজার ৪৪৭ জন সুবিধাভোগী নারী নির্বাচন করা হয়। এরা প্রত্যেকে মাসে ৩০ কেজি করে চাল ও বিভিন্ন প্রশিক্ষণের সম্মানী ভাতা পাবেন বলে সংশ্লিষ্ট দপ্তর জানায়। কিন্তু পরিপত্র উপেক্ষা করে ইউপি চেয়ারম্যানরা দুস্থ, ভূমিহীন, অস্বচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত কমক্ষম নারীর পরিবর্তে ধনাঢ্য ব্যবসায়ী, ইউপি সদস্যর বিত্তবান স্বজন, পাকাবাড়ি, প্রবাসী ও সরকারি-বেসরকারি চাকরিজীবী পরিবারের নারীদেরকে তালিকাভুক্ত করা হয়। কোনো প্রকার যাচাই-বাছাই না করে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে আঁতাত করে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও ইউএনও সেই তালিকা অনুমোদন দেয়। সুবিধাভোগী নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ স্বরূপ অভিযোগে প্রত্যেক ইউনিয়নের দাখিলকৃত ওয়ার্ডভিত্তিক তালিকার ক্রমিক নম্বরের পাশে তার সম্পদের বিবরণ উল্লেখ করা হয়। এতে উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের ৪৭৯ জন তালিকাভুক্ত স্বচ্ছল সুবিধাভোগীর আর্থিক সক্ষমতার দৃষ্টান্ত প্রকাশ পায়। এজন্য দাখিলকৃত তালিকা বাতিল করে ভিডব্লিউবি’র পরিপত্র অনুয়ায়ী তারা প্রকৃত হতদরিদ্র সুবিধাভোগী নির্বাচন চায়। ১নং অভিযোগকারী উত্তর চাঁদখানা গ্রামের রাকিব শাহ্ জানান, ভিডব্লিউবি’র তালিকাভুক্ত অর্ধেকেরও বেশি স্বচ্ছল সুবিধাভোগী রয়েছে। তারা প্রত্যেকে ৫ থেকে ৭ হাজার করে টাকা দিয়ে তালিকাভুক্ত হয়েছে। এ বিষয়ে মহিলাবিষয়ক কর্মকর্তাকে অবগত করলেও তিনি গ্রাহ্য করেননি। চেয়ারম্যানদের সঙ্গে আঁতাত করে তিনি দাখিলকৃত তালিকা অনুমোদন দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী জানান, যাচাই-বাছাই ছাড়া ইউপি চেয়ারম্যানদের সঙ্গে আঁতাত করে তালিকা অনুমোদন দেওয়ার প্রশ্নই ওঠে না। হয়তোবা মাঠ পর্যায়ে গিয়ে সুবিধাভোগী যাচাই করা সম্ভব হয় নাই। এজন্য তালিকায় ভুল ত্রুটি থাকতে পারে। তবে যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তার কার্ড আটকে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ও বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ ফজলার রহমান জানান, রাজনৈতিক দলের প্রতিনিধি, ইউনিয়ন কৃষি ও স্বাস্থ্য কর্মকর্তাসহ ইউনিয়ন পর্যায়ে ভিডব্লিউ’র ২৩ সদস্যবিশিষ্ট কমিটি রয়েছে। এককভাবে ইউপি চেয়ারম্যান-মেম্বাররা সুবিধাভোগী নির্বাচন করেননি। কমিটির সব সদস্যের মতামতের ভিত্তিতে সুবিধাভোগীর তালিকা প্রণয়ন করে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম