Logo
Logo
×

নগর-মহানগর

দৌলতপুরে চিচিঙ্গা চাষে বাজিমাত

Icon

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর (কুষ্টিয়া)

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দৌলতপুরে চিচিঙ্গা চাষে বাজিমাত

মাচা পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের চিচিঙ্গা চাষ করে ভালো লাভ করছেন কুষ্টিয়ার দৌলতপুর গরুড়া গ্রামের কৃষক এনামুল হক। পুষ্টিগুণসমৃদ্ধ এই সবজির চাহিদা নিজ জেলায় পূরণ করেও বিক্রি করছেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ভালো ফলন ও দাম পেয়ে তিনি খুশি। পৌনে ২ বিঘা জমিতে মাচা তৈরি করে মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুষ্টিগুণসমৃদ্ধ চিচিঙ্গার আবাদ করছেন। পৌনে ২ বিঘা জমিতে মাত্র ৩০ হাজার টাকা খরচ করে ২ লাখ টাকা লাভের আশা করছেন বলে জানিয়েছেন এনামুল।

কৃষি বিভাগ বলছে, বিষমুক্ত পদ্ধতিতে চিচিঙ্গা চাষে আশপাশের কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক দেখভাল করা হয় বলে জানিয়েছেন উপজেলার গরুড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক।

স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর এই সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভালো দামে বিক্রি করছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী তারিকুল ইসলাম।

কৃষক এনামুল হক বলেন, এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে কৃষি কর্মকর্তার পরামর্শে নিজ উদ্যোগে মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ দিয়ে বিষমুক্ত চিচিঙ্গা চাষে লাভবান হয়েছি। তিনি বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহে চিচিঙ্গা চাষ করেছি। ৩৫-৪০ দিনে সংগ্রহ শুরু হয়। বিষাক্ত ক্যামিকেলমুক্ত হওয়ায় এর চাহিদা ব্যাপক।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, চিচিঙ্গা মূলত পুষ্টিসমৃদ্ধ সবজি। ওজন কমানোর পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্বল্প সময় ও অল্প খরচে চিচিঙ্গা চাষে লাভবান হচ্ছেন উপজেলার গরুড়া গ্রামের কৃষকরা। অগামীতে আরও বেশি সংখ্যক কৃষক চিচিঙ্গা চাষ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। কুষ্টিয়ার দৌলতপুরে ৩০ হেক্টর জমিতে চিচিঙ্গা চাষ হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম