কুমিল্লা-৬ আসন
মনোনয়ন পেতে হাজী ইয়াছিনের জোর প্রচারণা
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা-৬ সদর সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। দলের প্রাথমিক মনোনীতপ্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সমর্থকদের দাবি, এটা চূড়ান্ত মনোনয়ন। আর দলের চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সমর্থকদের দাবি, চূড়ান্ত মনোনয়ন ইয়াছিনকেই দেওয়া হবে। উভয় নেতার সমর্থকরাই কেন্দ্রীয় নেতা এবং দলের হাইকমান্ডের দোহাই দিয়ে ওভার কনফিডেন্স নিয়ে মাঠে কাজ করছেন। এদিকে আসনটিতে বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টাই ধানের শীষের পক্ষে ভোট চাইছেন।
খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় আসন কুমিল্লা-৬। আসনটিতে জয় পরাজয়ের ওপর নির্ভর করে গোটা জেলার রাজনীতি এবং আধিপত্য। সদর আসন যে দলের হাতে থাকে, গোটা জেলার ১১টি আসনে সেই দলের আলাদা একটা প্রভাব থাকে।
সম্প্রতি কুমিল্লার ১০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরমধ্যে ৫টি সংসদীয় আসনে চলছে বিদ্রোহ। তবে কুমিল্লা-৬ আসনের প্রেক্ষাপট ভিন্ন। এ আসনে দলের আধিপত্য জড়িত। আসনটিতে প্রাথমিক মনোনয়ন লাভ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। মনোনয়ন ঘোষণার পর থেকে তিনি আসনটিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে এই মনোনয়ন চূড়ান্ত নয় বলে দাবি করেছেন দলের চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা-৬ আসনে বিএনপির একমাত্র প্রার্থী ছিলেন হাজী ইয়াছিন। তিনি বিগত ১৭ বছর ধরে এই আসনে বিএনপির হাল ধরে রেখেছেন। তাকে ছাড়া এ আসনে দৃশ্যমান কোনো প্রার্থীর কার্যক্রম দেখা যায়নি। সম্প্রতি নির্বাচন কমিশন সীমানা পুনর্বিন্যাসে সদর দক্ষিণ উপজেলাকে কুমিল্লা-৬ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এতে মনিরুল হক চৌধুরী কুমিল্লা-১০ আসন থেকে কুমিল্লা-৬ আসনের ভোটার হন। নেতাকর্মীদের দাবি, মনিরুল কুমিল্লা-১০ আসনে বিএনপিকে সমৃদ্ধ করেছেন। সেখানে তাকে দলের দুর্দিনের কাণ্ডারি বলা হয়। ইয়াছিন অনুসারীদের দাবি, এ আসনে দলের মনোনয়ন পরিবর্তন করা হবে।
হাজী ইয়াছিন বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তারা বলেছেন, এটা চূড়ান্ত মনোনয়ন নয়। চূড়ান্ত মনোনয়নে আমাকে মূল্যায়ন করা হবে। আমি আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছি। বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক বলেন, দল আমার বিষয়ে খোঁজ-খবর নিয়েই মনোনয়ন দিয়েছে। এখানে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আমার সঙ্গে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করছে।
