|
ফলো করুন |
|
|---|---|
শীতের সন্ধ্যায় গ্রামবাংলা কুয়াশার শুভ্র চাদরে ঢেকে যায়। ঘরে ঘরে শুরু হয় পিঠাপুলির আয়োজন। কিন্তু এই মোহময় শীতের আড়ালে একটি নির্মম বাস্তবতা আমাদের চোখে ধরা পড়ে, যা হলো দরিদ্র জনগোষ্ঠীর শীতের কষ্ট। তাদের কাছে শীত কোনো উৎসব নয়, বেঁচে থাকার কঠিন পরীক্ষা। মুক্ত আকাশের নিচে কাটে অনেকের রাত। শীত এলে বিশেষত শিশুদের দুর্ভোগ আরও নিষ্ঠুর রূপ নেয়। উষ্ণ পোশাক ও নিরাপদ আশ্রয়ের অভাবে তারা আক্রান্ত হয় নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও অন্যান্য ঠান্ডাজনিত রোগে। চিকিৎসার অভাবে অনেক শিশুই অকালে ঝরে পড়ে, যা আমাদের সমাজের বিবেককে বারবার প্রশ্নের মুখে দাঁড় করায়। এ বাস্তবতায় পথশিশুদের শীতকালীন নিরাপত্তা নিশ্চিত করা শুধু মানবিকতা নয়, আমাদের নৈতিক দায়িত্ব। উষ্ণ পোশাক, নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। যদিও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শীতবস্ত্র বিতরণ করে থাকে, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিপুলসংখ্যক পথশিশু থেকে যায় এ সহায়তার বাইরে। তাই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে শীতের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র, ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা এবং নিয়মিত খাদ্য বিতরণের ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। একইসঙ্গে সচেতন নাগরিক হিসাবে আমাদেরও এগিয়ে আসতে হবে। শীতবস্ত্র, সামান্য আর্থিক সহযোগিতা এবং একটুখানি সহানুভূতিই এনে দিতে পারে কোনো শিশুর জীবনে উষ্ণতা।
ইফতেখার রবিন, শিক্ষার্থী, ঢাকা কলেজ
