আজকের পত্রিকার “চিঠিপত্র” বিভাগ হল পাঠকের চোখে দেখা সমাজের আয়না। এখানে উঠে আসে নাগরিক জীবনের বাস্তব অভিজ্ঞতা, প্রত্যাশা ও হতাশার গল্প। যানজট, গ্যাস সংকট, ট্রেনের দাবিসহ স্থানীয় ও জাতীয় সমস্যাগুলো নিয়ে পাঠকের সরাসরি চিঠি এই বিভাগে প্রকাশিত হয়। শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যখাত, সড়ক দুর্ঘটনা বা পরিবেশদূষণ—সবই এখানে স্থান পায় সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে। “চিঠিপত্র” বিভাগ শুধু মত প্রকাশের একটি প্ল্যাটফর্ম নয়, বরং এটি জনমতের শক্তিশালী প্রতিবিম্ব, যা সমাজ পরিবর্তনের আশা জাগায়।
