Logo
Logo
×

চিঠিপত্র

সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে

Icon

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সড়ক প্রতিমুহূর্তে এক অদৃশ্য আতঙ্কে ঢাকা। রাস্তায় পা রাখলেই মানুষের মনে শঙ্কা, তারা সুস্থ দেহে ঘরে ফিরতে পারবে কিনা। সড়ক দুর্ঘটনা এখন শুধু খবরের শিরোনাম নয়, এটি একটি জাতীয় সংকট, একটি অঘোষিত মানবিক বিপর্যয়। প্রতিদিন বহু প্রাণ ঝরে যায়, অগণিত পরিবারে নেমে আসে অন্ধকার। জোরালো প্রশ্ন জাগে, মৃত্যুর এই মিছিল থামবে কবে? দুর্ঘটনার পেছনে অনেক কারণ রয়েছে। সবচেয়ে বড় কারণ হলো-বেপরোয়া ওভারটেকিং, ক্লান্ত বা অদক্ষ গাড়িচালক, সড়কে পর্যাপ্ত নজরদারির অভাব এবং নিয়ম মানতে জনসাধারণের অনীহা। অনেক চালকের যথেষ্ট প্রশিক্ষণ নেই; আবার লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও সঠিক যাচাই-বাছাই সবসময় করা হয় না। এছাড়া সড়কে অব্যবস্থাপনা, ভাঙাচোরা রাস্তা, যথাযথ সাইনবোর্ডের অভাব এবং অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল। সব মিলিয়ে সড়ক যেন নিয়মহীনতার এক বিশাল ক্ষেত্র। এ অবস্থা নিরসনে আমাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক শক্তি দিয়ে সড়ককে নিরাপদ করার উদ্যোগ নেবে। জনগণও নিয়ম মেনে চলবে, দায়িত্বশীল হবে।

তানিয়া খাতুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম