Logo
Logo
×

চিঠিপত্র

শিক্ষক আন্দোলনে দুর্ভোগে শিক্ষার্থীরা

Icon

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকদের চলমান আন্দোলন শিক্ষা খাতে এক অস্থিরতা তৈরি করেছে। তাদের দাবি পূরণের লক্ষ্যে এই শিক্ষকরা বেছে নিয়েছেন কর্মবিরতির পথ, যা সরাসরি আঘাত করেছে দেশের কোমলমতি প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ওপর। যখন প্রাথমিক বিদ্যালয়গুলোয় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, যার মাধ্যমে শিশুরা এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হবে, ঠিক তখন শিক্ষকদের পক্ষ থেকে পরীক্ষা আয়োজনে অসহযোগিতা ও কর্মবিরতির ঘোষণা সত্যিই দুঃখজনক।

শিশুদের কাছে পরীক্ষা শুধু মূল্যায়ন নয়, এটি তাদের শিখন প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু শিক্ষকরা পরীক্ষা বর্জন করায় শিক্ষার্থীদের পুরো শিখন প্রক্রিয়াই ব্যাহত হচ্ছে। শিশুদের শিক্ষাজীবন নিশ্চিত করে একটি দ্রুত সমাধানের পথে আসা উচিত, যাতে শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক শিক্ষাচক্রে ফিরতে পারে এবং তাদের বার্ষিক পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে।

সানি মহারথী, ধোবাউড়া, ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম