রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধ করুন
যুগান্তর
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানী ঢাকা এমনিতেই যানজটের শহর। এর মধ্যে নতুন করে চাপ বাড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ম না মেনে, অনুমতি ছাড়াই এসব বাহন শহরের অলিগলি থেকে শুরু করে মূল সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে। এসব বাহনের কোনো রেজিস্ট্রেশন নেই, চালকেরও নেই কোনো প্রশিক্ষণ। নিয়ম না মেনে, বেপরোয়া গতিতে চালানোয় তাই সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। নগরের যাতায়াত ব্যবস্থায় তৈরি করছে বিশৃঙ্খলা। যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করানোয় বাড়ছে যানজটও। এর ফলে নাগরিক দুর্ভোগ আরও বেড়েছে। তাই পরিবহণব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা বিধানে অবিলম্বে রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রজ্ঞা দাস, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ
