Logo
Logo
×

চিত্র বিচিত্র

টাইটানিক থেকে উদ্ধার হওয়া স্বর্ণঘড়ি রেকর্ড দামে বিক্রি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

টাইটানিক থেকে উদ্ধার হওয়া স্বর্ণঘড়ি রেকর্ড দামে বিক্রি

টাইটানিক থেকে উদ্ধার হওয়া স্বর্ণঘড়ি রেকর্ড দামে বিক্রি। ছবি: সংগৃহীত

প্রখ্যাত ব্রিটিশ লাইনারের টাইটানিক থেকে উদ্ধার হওয়া একটি স্বর্ণঘড়ি নিলামে বিক্রি হয়েছে এবং নতুন রেকর্ড স্থাপন করেছে। এই পকেট ঘড়িটি ৩.৬১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয়েছে।

বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে- নিলামকারীরা মন্তব্য করেছেন যে, এই মূল্য যেকোনো টাইটানিক স্মৃতিচিহ্নের জন্য নতুন সর্বোচ্চ। 

এর আগের রেকর্ডটি গত বছর স্থাপিত হয়েছিল, যখন একটি স্বর্ণঘড়ি বিক্রি হয়েছিল। এটি টাইটানিকের ক্যাপ্টেনকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, যিনি ৭০০-এর বেশি যাত্রীকে বাঁচিয়েছিলেন। সেই ঘড়ির বিক্রয়মূল্য ছিল ৩.১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম