Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে বন্যা ও ভূমিধসে নিহত ৩০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম

ভারতে বন্যা ও ভূমিধসে নিহত ৩০

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে গত দুই দিনের টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে রোববার জানিয়েছে কর্মকর্তারা।

ভারতের গুওয়াহাটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, আসামে আটজন এবং অরুণাচল প্রদেশে নয়জন মারা গেছেন। মারা যাওয়াদের অনেকেই ভূমিধসের কারণে মারা গেছেন বলে জানা গেছে।

রাজ্য সরকার জানিয়েছে, পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে ভূমিধসে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মেঘালয়ে ছয়জন এবং নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। 

গত তিন দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের পর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে নদীর পানি ফুলে ফেঁপে উঠেছে। 

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা মণিপুর রাজ্য জুড়ে ‘ব্যাপক উদ্ধার অভিযানে’ শত শত মানুষকে উদ্ধার করেছে। শনিবার সেনাবাহিনী জানিয়েছে, ‘মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।’  ‘খাদ্য, পানি এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।’

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এক বিবৃতিতে বলেন, ‘বিশেষ করে ভূমিধসপ্রবণ এবং নিম্নাঞ্চলে’ কর্মকর্তাদের উচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।

১.৪ বিলিয়ন জনসংখ্যার দেশ ভারত জুড়ে প্রতি বছর বর্ষাকালে আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে অসংখ্য মানুষ মারা যায়।

আবহাওয়া পূর্বাভাসকারীদের মতে, গত মাসে, ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে স্বাভাবিকের চেয়ে দুই সপ্তাহ আগে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিতে প্লাবিত হয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম