ভারতের রাজ্যসভায় শপথ নিলেন হর্ষ বর্ধন শ্রিংলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৫:৫০ পিএম
হর্ষ বর্ধন শ্রিংলা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের রাজ্যসভায় শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের সাবেক ভারতীয় হাইকমিশনার ও ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সোমবার (২১ জুলাই) রাজ্যসভায় পাঁচজন নতুন সদস্য শপথ গ্রহণ করেছেন। তাদের মধ্যে তিনজন মনোনীত সদস্য এবং এদের একজন হর্ষ বর্ধন।
সেশনের শুরুতেই রাজ্যসভার পক্ষ থেকে সম্প্রতি ঘটে যাওয়া দুটি দুঃখজনক ঘটনার—জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের এবং আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া রাজ্যসভা কংগ্রেস সভাপতি ও বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে, লক্ষ্মীকান্ত বাজপেয়ি, রাজীব শুক্লা এবং সঙ্গীতা যাদবের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে।
সভার কার্যক্রম শুরুর পর প্রথমে শপথ নেন বিরেন্দ্র প্রসাদ বৈশ্য (অসম গণ পরিষদ) ও কানাদ পুরকায়স্থ (ভারতীয় জনতা পার্টি)। এরপর মনোনীত তিন সদস্য—ইতিহাসবিদ মীনাক্ষী জৈন, শিক্ষাবিদ সাদানন্দ মাস্টার এবং কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
সেশনের শেষদিকে প্রয়াত রাজ্যসভার সাবেক সদস্যদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। তাদের মধ্যে রয়েছেন সি পেরুমল, কে কস্তুরিরঙ্গন, রোনাল্ড সাপা ত্লাউ, নেপালদেব ভট্টাচার্য, সুখদেব সিং ধিন্দসা, তেন্নালা জি বালাকৃষ্ণ পিল্লাই ও বিজয়কুমার রূপানি। তাঁদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করে রাজ্যসভা।
