‘ইসলামপন্থী ও বাংলাদেশপন্থার সমন্বয়েই আগামীর রাষ্ট্রচিন্তা গড়ে উঠবে’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৩:১০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অবসান ঘটিয়ে একটি মূল্যবোধভিত্তিক ও সহনশীল বাংলাদেশ গড়তে হবে। ইসলামপন্থী ও বাংলাদেশপন্থার সমন্বয়েই আগামীর রাষ্ট্রচিন্তা গড়ে উঠবে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি: গণঅভ্যুত্থান-২০২৪ থেকে নতুন বাংলাদেশের যাত্রা’ শীর্ষক সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।
জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণকারী তরুণ আলেমদের সংগঠন ‘জুলাই জোটে’র উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বুদ্ধিজীবী, বিশ্লেষক, শিক্ষক, ছাত্রনেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মাওলানা জামিল সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল একটি যুগান্তকারী মোড় পরিবর্তনের সময়। এই আন্দোলন বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধ নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে সামনে এনেছে। তারা এই অভ্যুত্থানকে শুধুই রাজনৈতিক প্রতিবাদ নয়; বরং একটি নতুন রাষ্ট্রচেতনার সূচনা হিসেবে উল্লেখ করেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ইসলামের স্বার্থ একসঙ্গে রক্ষা করাই আমাদের চূড়ান্ত কর্তব্য।’
বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন, আরেক কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, জবানের সম্পাদক রেজাউল করিম রনি, গবেষক ও চিন্তক সাইয়েদ আব্দুল্লাহ, ছাত্রনেতা নিজাম উদ্দিন, শাহরিয়ার শিমুল ও তরুণ আলেম প্রজন্ম ২৪-এর সভাপতি মাওলানা এহসানুল হক।
সভা মুখ্য হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কবি মূসা আল হাফিজ।
জুলাই জোটের অন্যতম উদ্যোক্তা মাওলানা মাবরুরুল হক স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া উদ্যোক্তা মাওলানা সাইফুল্লাহ তামিম কওমি স্বীকৃতির বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
সেমিনারে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদ হাসান, মাওলানা সাজিদ আব্দুল্লাহ, সালাউদ্দিন সবুজ, মাওলানা আনাস বিন ইউসুফ, মাওলানা ইকরামুল মারজানসহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা, সাংবাদিক, শিক্ষক ও সচেতন নাগরিকেরা।
সেমিনারের শেষদিকে জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোন স্কুলের শহীদদের স্মরণে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
