Logo
Logo
×

অর্থনীতি

বিশ্ব বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

বিশ্ব বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ফাইল ছবি

টানা তিন দফা কমার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার (২৫ নভেম্বর) বেড়েছিল। একদিনের ব্যবধানে আবারও বুধবার (২৬ নভেম্বর) স্বর্ণের দাম বেড়েছে।  

রয়টার্সের প্রতিবেদন বলেছে, এবার মার্কিন স্থানীয় বাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ১৬০ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। এই দাম ১৪ নভেম্বরের পর সবচেয়ে বেশি।   

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডিসেম্বরে সুদের হার কমানোর প্রত্যাশা এখন আরও জোরদার হচ্ছে। ফেডারেল রিজার্ভ (ফেড) কর্মকর্তাদের নরম সুরের মন্তব্য ও দুর্বল অর্থনৈতিক তথ্যের কারণে এই বিষয়টি আরও শক্তিশালী হয়েছে, যা স্বর্ণের দাম বাড়িয়ে তুলছে।

অন্য ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম এক দশমিক এক শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫১ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম স্থিতিশীল রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম