Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে মাহমুদ আব্বাস, স্টারমারের সঙ্গে কী আলোচনা করবেন?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

যুক্তরাজ্যে মাহমুদ আব্বাস,  স্টারমারের সঙ্গে কী আলোচনা করবেন?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তিন দিনের সরকারি সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রোববার (৭ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে পৌঁছেছেন। এই সফরে তিনি গাজা উপত্যকায় অবিলম্বে এবং স্থায়ী শান্তি স্থাপন, পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন রোধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।  

সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মাহমুদ আব্বাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে গাজায় চলমান সহিংসতা বন্ধ, ফিলিস্তিনের পুনর্বাসন ও পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন এবং একতরফা কর্মকাণ্ড যেমন উপনিবেশ সম্প্রসারণ, কলোনিস্টদের সন্ত্রাস ও সংযুক্তকরণের মতো কর্মকাণ্ড বন্ধ করার উপায় নিয়ে আলোচনা হবে। 

এছাড়া দুই নেতাই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় এবং দুই রাষ্ট্রের সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক সম্মেলন প্রস্তুতিকে নিয়ে আলোচনা করবেন, যেখানে যুক্তরাজ্যসহ বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।

তিন দিনের সফরের সময় মাহমুদ আব্বাস অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। 

পাশাপাশি, ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। এতে ১৪৭ দেশের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আরও বাড়বে। 

গাজা যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৬৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। 

গত নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইউভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার মামলাও আন্তর্জাতিক আদালতে চলমান।   

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম