ইসরাইলি হামলা আন্তর্জাতিক নীতির নগ্ন লঙ্ঘন: কাতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
কাতারে হামাসের শীর্ষনেতাদের লক্ষ্য করে ইসরাইলের হামলা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কাতারের ওপর ইসরাইলি আক্রমণের পর মধ্যপ্রাচ্যের দেশগুলো এককভাবে এবং সমন্বিতভাবে নিন্দা প্রকাশ করেছে।
কাতার এটিকে ‘কপট’ হামলা হিসেবে আখ্যায়িত করেছে, আর সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও সৌদি আরবও কাতারের প্রতি সম্পূর্ণ সমর্থন প্রকাশ করেছে।
কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারী বলেন, ‘হামলা কয়েকজন হামাস রাজনৈতিক ব্যুরোর সদস্যদের বসবাসের ভবনকে লক্ষ্য করেছে’।
Statement | Qatar Strongly Condemns Israeli Strikes on Several Sites in Syria #MOFAQatar pic.twitter.com/CjYS7P1wDv
তিনি এটিকে ‘সমস্ত আন্তর্জাতিক আইন ও নীতির নগ্ন লঙ্ঘন এবং কাতারি নাগরিক ও দোহায় বসবাসকারীদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন।
আনসারী আরও জানান, কাতার ‘এই অবিবেচক ইসরাইলি আচরণ, চলমান আঞ্চলিক নিরাপত্তা বিঘ্ন এবং তার সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে লক্ষ্য করে যে কোনো পদক্ষেপ সহ্য করবে না।’
সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের নিন্দা
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ হামলার পর ক্ষুদ্র মন্তব্যে টুইট করেছেন, ‘প্রিয় কাতারের সঙ্গে সম্পূর্ণ সংহতি।’
জর্ডানীয় পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি হামলাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন, কাতারি জনগণ ও দোহায় বসবাসকারীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা বর্বর ইসরাইলি আগ্রাসনের অংশ।’
সাফাদি বলেন, ‘যদি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত নিরাপত্তা পরিষদ প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, ইসরাইল তার আগ্রাসন, বর্বর যুদ্ধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পথে অব্যাহত থাকবে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।’
সৌদি আরবও কাতারে ইসরাইলি হামলা নিন্দা করেছে
সৌদি আরবের কার্যত শাসক, ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান কাতারের আমির শেখ তামিম আল থানিকে ফোন করে ইসরাইলের হামলা নিন্দা করেছেন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রাউন প্রিন্স কাতারের ‘পূর্ণ সমর্থন’ এবং ‘কাতার রাষ্ট্রের ওপর নগ্ন ইসরাইলি হামলার তীব্র নিন্দা’ প্রকাশ করেছেন।
সৌদি আরব বলেছে, তারা ‘কাতারের নিরাপত্তা রক্ষা এবং সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য নেওয়া পদক্ষেপগুলোতে সমর্থন দিতে সব সক্ষমতা মোতায়েন করছে।’


